মাদকাসক্তির লক্ষণসমূহঃ
নিম্নে বর্ণিত কারণসমূহ মাদকাসক্ত ব্যক্তির আচরণ, অভ্যাস এবং চলনে দেখা যায়।
১.হঠাৎ নতুন বন্ধুদের সাথে চলাফেরা শুরু করা।
২.বিভিন্ন অজুহতে ঘনঘন টাকা চাওয়া।
৩.আগের তুলনায় দেরিতে বাড়ি ফেরা।
৪.রাতে জেগে থাকা এবং দিনে ঘুমের প্রবণতা বৃদ্ধি করা।
৫.ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অস্বাভাবিক আচরণ করা।
৬.খাওয়া-দাওয়া কমিয়ে দেয়া এবং ওজন কমে যাওয়া।
৭.অতিরিক্ত মাত্রায় মিষ্টি খেতে আরম্ভ করা এবং ঘনঘন চা, সিগেরট পান করা।
অযথা টয়লেটে দীর্ঘ সময় ব্যয় করা।
৮.ঘনঘন পাতলা পায়খানা হওয়া।
৯.প্রচুর ঘুমহওয়া অস্থিরতা এবং অস্বস্তি বোধ করা।
১০.যৌন ক্রিয়ায় অনীহা এবং যৌন ক্ষমতা হ্রাস পাওয়া।
১১.মিথ্যে কথা বলার প্রবণতা।
১২.পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্য।
১৩.অকারণে বিরক্ত বোধ করা। হঠাৎ মনমানসিকতা বিরিবর্তন দেখা দেয়া।
১৪.ঘরে তামাকের বা সিগারেটের টুকরো পড়ে থাকা। প্লাস্টিকের বা কাঁচের বতল,
কাগজের পুরিয়া, ইনজেকশন, খালি শিশি, পোড়ানো দিয়াশালাই এর কাঠি সহ নানাবিধ
অস্বাভাবিক জিনিস বৃদ্ধি পাওয়া।
১৫.লেখাপড়া, খোলাধুলো, সাংস্কৃতিক কর্মকান্ডে অনীহা।
১৬.কাপড় চপড়ে দুর্গন্ধ বৃদ্ধি পাওয়া ও পোড়া দাগ থাকা।
ইত্যাদি একাধিক বিষয় পরিলক্ষিত ব্যক্তি মাদকাসক্ত তা নিশ্চিত ভাবেই সন্দেহ করা
যায়।