প্রথমে মহান আল্লাহ্র শুকর আদায় করি তিনি আমার মত একজন স্বল্পশিক্ষিত মানুষ দ্বারা এই অ্যাপ'টির কাজ কমপ্লিট করিয়েছেন। নিজেকে নিয়ে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি সফটওয়্যার প্রোগ্রামার হবার আর তাইতো সবসময় কম্পিউটার ও প্রোগ্রামিং নিয়ে থাকতে আমার ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি আমিন।
এই অ্যাপ'টি সোর্স কোড কারো যদি প্রয়োজন হয়, তাহলে GitHub থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এই অ্যাপ দ্বারা যদি কেউ উপকৃত হন, তাহলে আমার কষ্ট সার্থক হবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আগামীতে আপনাদের কে আরো সুন্দর সুন্দর অ্যাপ উপহার দিতে পারি ।