অবশেষে কক্সবাজার যাচ্ছে ৬ বগির ট্রেন

যখন ট্রেন আসবে এই শহরে, কক্সবাজারে ট্রেন আসার স্বপ্ন নিয়ে বহু বছর আগে এই নামে কাব্যগ্রন্থ লিখেছিলেন কক্সবাজারের কবি মনির ইউসুফ। অবশেষে সেই স্বপ্ন বাস্তবতায় রূপ নিচ্ছে। আর মাত্র দুইদিন পরই ৭ নভেম্বর কক্সবাজারে আসছে অগণিত মানুষের স্বপ্নের ট্রেন।
এদিন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পরীক্ষামূলকভাবে প্রথম চলাচল করবে স্বপ্নের ট্রেন।

সেদিন ৬টি বগির একটি ট্রেন নবনির্মিত কক্সবাজার রুটের চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসবে। কক্সবাজার পৌঁছে ট্রেনটি আবার চট্টগ্রামের দোহাজারীতে ফিরে যাবে।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জন্য একাধিক নতুন ট্রেন চালুর সময়সূচি এবং ট্রেনের ছয়টি নাম প্রস্তাব করে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে ঢাকা রেল ভবনে পাঠানো হয়েছে।

এরপর আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথের উদ্বোধন করবেন। ওই দিন রেললাইনের সময়সূচি ও নামগুলো ঘোষণা করবেন।

তবে রেলের ট্রায়াল রানের পরও কিছু আনুষঙ্গিক কাজ চলবে। তাই যাত্রীবাহী রেল চলাচল করতে ২ মাস সময় লাগতে পারে।

ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা যেতে সময় লাগবে ৯ ঘণ্টা চট্টগ্রাম থেকে সোয়া দুই ঘণ্টায় ট্রেন পৌঁছাবে কক্সবাজারে।

Yakub Group

ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজাত ৩৬ টাকা। যেখানে ঢাকা থেকে কক্সবাজার নন-এসি অর্থাৎ শোভন চেয়ারে ৫১৫ টাকা ও এসি সিটে ৯৮৪ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এসি সিটে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। ভ্যাটসহ এসি কেবিনে ১ হাজার ৩৬৩ ও এসি বার্থে ভাড়া পড়বে ২ হাজার ৩৬ টাকা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!