অস্ত্রের সন্ধানে পুকুরে জাল ফেলে মিললো দুটি মোটরসাইকেল, পাহাড়ে পিস্তল

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়ার অস্ত্রের খোঁজে নেমে পুকুর থেকে উদ্ধার হয়েছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। তবে আরেক অভিযানে পাহাড়ের মাটি খুঁড়ে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়।

অস্ত্রের সন্ধানে পুকুরে জাল ফেলে মিললো দুটি মোটরসাইকেল, পাহাড়ে পিস্তল 1

সোমবার (৪ নভেম্বর) পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্রের খোঁজে নেমে মোটরসাইকেল ও পিস্তল উদ্ধার করা হয়।

জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ওইদিনই নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানা আগুনে লাগিয়ে অস্ত্র লুটপাট করে দুর্বৃত্তরা।

থানায় আগুন ও ভাঙচুর মামলার এক আসামিকে সোমবার ভোরে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেন তিনি। এরপরই ওই অস্ত্র উদ্ধারে প্রায় দুই ঘণ্টা পুকুরে জাল ফেলে অভিযান চালানো হয়। সেই জালে অস্ত্রের বদলে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ওঠে।

পরে অস্ত্রের সন্ধানে সন্ধ্যায় ইস্পাহানি পাহাড়ে আসামি নিয়ে অভিযান চালায় পুলিশ। পরে মাটি খুঁজে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, গত ৫ অগাস্টে পাহাড়তলী থানা থেকে ৮টি পিস্তল, ২টি চাইনিজ রাইফেল, ৩টি এসএমজি, ৬টি শটগান ও ৩৫টি মোটরসাইকেল লুটপাট হয়। লুটপাটের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে, লুট করা অস্ত্র ও কিছু মোটরসাইকেল বিটাক বাজার সংলগ্ন ব্রাহ্মণ পুকুরে লুকানো হয়। পুকুরে তল্লাশি চালাতে জাল ফেলা হলে সেখানে অস্ত্র মেলেনি, পাওয়া গেছে দুটি মোটরসাইকেল।

পরে আসামিকে নিয়ে ইস্পাহানি পাহাড়ে অভিযান চালানো হয়। সেখানে মাটি খুঁজে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm