s alam cement
আক্রান্ত
৪৯৫৪৫
সুস্থ
৩৬১৮৬
মৃত্যু
৫০৮

‘অস্ত্র বেচাকেনা’ এলজিসহ র‌্যাবের ফাঁদে ২ অস্ত্র ব্যবসায়ী

0

কক্সবাজারের চকরিয়া ঢেমুশিয়া এলাকায় অভিযান চালিয়ে ২টি এলজি ও ১ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

আটক দুইজন হলো- কক্সবাজার জেলা চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া দুলা মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন (১৯) ও ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আব্বাছ (৩০)।

বুধবার (২৮ এপ্রিল) তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবসার।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢেমুশিয়া জমিদার পাড়ার হাফেজ মাওলানা আবুল হোসাইনের বাড়ির সামনে কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছেন। র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে কোমরে গুজানো অবস্থায় ১টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটকদের কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm