আকবরশাহে রাস্তায় মিললো ককটেল ভর্তি ব্যাগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিটি গেইট এলাকার পাকা রাস্তার উপর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এর আগে বিএনপি-জামায়াতের অবরোধের সমর্থনে গাড়ি ভাংচুর ও পিকেটিং করার সময় ১৪ জনকে সিটি গেইট এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় অবিস্ফোরিত সাতটি ককটেল উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ।

সকালে নগরীর সিটি গেট এলাকায় পাক্কা রাস্তার মাথায় ২-৩টি প্রাইভেট কার ভাংচুর করেছে অবরোধকারীরা।

বিএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!