আকবরশাহে ৩ বছরের শিশুর প্রাণ গেল স্কেভেটর চাপায়

0

চট্টগ্রাম নগরীর আকবরশাহের শহীদ লেনে রোলার স্কেভেটরের চাকায় চাপা পড়ে প্রাণ গেল তিন বছর বয়সী এক শিশুর।

নিহত শিশুটির নাম বাকের হোসেন। সে স্থানীয় বাসিন্দা রিপন ও নার্গিস দম্পতির ছেলে।

শহীদ লেন বিহারী কলোনি এলাকায় নালা সম্প্রসারণ কাজ করার সময় রোলার স্কেভেটরের চাকার নিচে চাপা পড়ে বাকেরের মৃত্যু হয়।

সোমবার (৩০ মে) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জলাবদ্ধতা দূরীকরণে পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের শহীদ লেনে নালা সম্প্রসারণ ও রাস্তা সমতল করার কাজ চলছিল৷ এ সময় খেলতে গিয়ে রোলার স্কেভেটরের চাকার নিচে চাপা পড়ে বাকের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর এলাকাবাসী স্কেভেটর চালককে আটক করে পুলিশে খবর দেয়।

Yakub Group

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm