আগামীর রাঙ্গুনিয়া হবে দাঁড়িপাল্লার, গণসংযোগে ডা. রেজাউল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বলেছেন, ‘আজকের গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে, আগামীর রাঙ্গুনিয়া হবে দাঁড়িপাল্লার রাঙ্গুনিয়া।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ শেষে তিনি একথা বলেন।

ডা. রেজাউল করিম বলেন, ‘রাঙ্গুনিয়াকে আধুনিক ও বাসযোগ্য উপজেলায় রূপান্তর করতে হলে সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের লক্ষ্য হবে, রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, প্রতিটি মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করা। আমরা চাই, রাঙ্গুনিয়ার মানুষ ঘর থেকে বের হলে যেন কাদা, ধুলো, ভাঙা রাস্তার কষ্ট না পায়।’

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. রেজাউল করিম বলেন, ‘যুব সমাজকে কর্মশক্তিতে পরিণত করতে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি। যুবকদের দক্ষতা না বাড়াতে পারলে বেকারত্ব বাড়বে, আর তারা ভুল পথে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকবে। তাই পুরো রাঙ্গুনিয়ার তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

গণসংযোগের সময় তিনি বড় মৌলানা সাহেব ও শাহ সাহেবের কবর জিয়ারত করেন এবং ইউনিয়নের কয়েকটি মন্দিরও পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, রাশেদুল ইসলাম তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

ডিজে

ksrm