আনোয়ারায় ডিএপি সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে তিন মহিষের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। এসব মহিষের বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানা গেছে।

রোববার (২০ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত তিনটি মহিষ আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের বাসিন্দা খামারি মো. রফিকের । তিনি প্রতিদিনের মতো মহিষগুলো চরাতে মাঠে দিয়ে আসেন। বিকালে হঠাৎ বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে তিনটি মহিষ তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। এছাড়া আরও কয়েকটি মহিষ অসুস্থ হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত মো. রফিক বলেন, বিষাক্ত পানি খেয়ে আমার তিনটি মহিষ মারা গিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫০ হাজার। আমার এই ক্ষতিপূরণ কে দিবে, কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করলেও কোনো সময় ক্ষতিপূরণ পাই না।

ডিএপি সার কারখানার জিএম (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ডিএফসিএলের পানি খেয়ে মারা গেছে এটাতো শিওর না। অন্য কারণেও তো মারা যেতে পারে। এটা পোস্টমর্টেম করলে তখন বুঝা যাবে। আমাদের তেমন এ্যামোনিয়ার উৎপাদন নেই। সামান্য যে বর্জ্য যায়, তা খেলে পশু মারা যাওয়ার কথা নয়। তারপরও আমরা মানুষের ক্ষতি হোক তা চাই না। পোস্টমর্টেম রিপোর্টে যদি প্রমাণিত হয়, তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm