আনোয়ারায় বসতবাড়িতে বন্য হাতির হামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির হামলায় ভেঙে গেছে বসতঘরের সীমানা প্রাচীর।

সোমবার (৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামের হাজী নুরুল আলমের পুত্র মো. ইদ্রীসের বসতঘরে এই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মো. ইদ্রীস জানায়, রাত দেড়টার দিকে হাতি এসে আমার সীমানা প্রাচীর ভেঙে ফেলে। পরবর্তীতে পার্শ্ববর্তী নারিকেল গাছ খেয়ে ফেলেছে। কাঁঠাল গাছ ভেঙে কাঁঠাল খেয়ে ফেলছে। হাতির হামলায় তার দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

s alam president – mobile

হাতির হামলার বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাদ্দাম হোসেন বলেন, ২০১৬ সালের পর থেকে প্রতিনিয়ত হাতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে এখানকার স্থানীয়রা। নামমাত্র কিছু ক্ষতিপূরণ দেওয়া হলেও বিষয়টির কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক দরখাস্ত দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!