চট্টগ্রাম নগরীর ইপিজেডে একটি কার্টন বানানোর ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ছয়তলা ভবনে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
চট্টগ্রাম আগ্রাবাদের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু আগুন কারখানায় ছড়িয়ে পড়ায় নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
আইএমই/ডিজে