ইপিজেডে কাভার্ডভ্যান পিষে দিল যুবককে

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে কাভার্ডভ্যানের চাপায় আল আমিন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (১৬ মে) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আল আমিন (৩৫) পিরোজপুর জেলার সুলতান হাওলাদারের ছেলে। তিনি ইপিজেড এলাকায় বসবাস করতেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‘দুপুরে নেভি হাসপাতাল গেটের সামনে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আল আমিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।’

কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm