s alam cement
আক্রান্ত
৭০৯০২
সুস্থ
৫২১১১
মৃত্যু
৮৩৫

ইসকন এবার মানহানি মামলা দিচ্ছে প্রবর্তক সংঘের বিরুদ্ধে

ইসকনকে 'জঙ্গি সংগঠন' বলার জের

0

ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ বলার অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার পর প্রবর্তক সংঘের বিরুদ্ধে এবার মানহানির মামলা ঠুকছে ইসকন।

রোববার (১৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলা দায়ের করেন ইসকনের রুবেল ধর নামে এক অনুসারী।

আদালত দণ্ডবিধির ২৯৮, ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন।

আদালতে দায়ের করা মানহানি মামলার বাদীপক্ষের আইনজীবী রুবেল কুমার দেব অপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (১৪ জুলাই) রাতে প্রবর্তক সংঘের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করে ইসকন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ইসকনের সেবাদাস জুয়েল শীল।

মামলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহসভাপতি রণজিৎ কুমার দে-সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

Din Mohammed Convention Hall

ওই মামলার এজাহারেও বিবাদী প্রবর্তক সংঘের নেতাদের বিরুদ্ধে ইসকনকে ‘জঙ্গি’ সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তোলা হয়।

প্রসঙ্গত, বেআইনিভাবে প্রবর্তক সংঘের ভূমি আত্মসাৎ, মন্দিরের দানের অর্থ লোপাটসহ বিভিন্ন ‘অনৈতিক কর্মকাণ্ডে’র কারণে ইসকনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রবর্তক সংঘ। গত ২৬ জুন সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী।

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm