ঈদে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া নারীর প্রাণ কেড়ে নিল পিকআপ ভ্যান

চট্টগ্রামের ফটিকছড়ি

0

ঈদের পর দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শারমিন। ক’টা দিন থেকে ফিরছিলেন শ্বশুর বাড়িতে। কিন্তু জীবিত নয়, লাশ হয়েই ফিরলেন তিনি। পথে বেপরোয়া পিকআপ কেড়ে নিলো তার প্রাণ।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জাহাট এলাকায় পিকআপ ভ্যানে ধাক্কায় শারমিন আক্তার (৩০) নিহত হন। এ ঘটনায় শারমিনকে বহনকারী সিএনজি অটোরিকশাতে থাকা তার দুই ছেলে ও তার বড় বোনের মেয়ে আহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভুজপুর থানার এসআই হারাধন।

নিহক শারমিন আক্তার চট্টগ্রামের ভুজপুর থানার উত্তর শৈলকূপা ৩ নম্বর নারায়ণহাট এলাকার আবু তাহেরের স্ত্রী। তার আহত দুই ছেলে হলেন মিনহাজ (১১) ও মোবারক হোসেন (৮)। তার বড় বোনের মেয়ের নাম শম্পা কলি (১২)।

ভুজপুর থানা পুলিশ জানায়, পিকআপ-অটোরিকশা সংঘর্ষের ঘটনায় শারমিন ঘটনাস্থলে মারা যায়। তার দুই ছেলের অবস্থা গুরুতর না হলেও তার বোনের মেয়ের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Yakub Group

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm