এইচএসসিতে ফেল করায় গলায় দড়ি দিলেন তরুণী

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ফাঁস দিয়েছেন এক শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর নাম আর্থি দেওয়ান (১৮)। রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেন তিনি।

তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রিপিট দেওয়ানের মেয়ে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহরের দেবাশীষনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, পদার্থবিজ্ঞান বিষয়ে ফেল করার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আর্থি। শুক্রবার রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আর্থির বাবা রিপিট দেওয়ান বলেন, ফলাফল প্রকাশের পর থেকে আমার মেয়ে খুব হতাশ ছিল। আমরা বুঝতে পারিনি সে এমন কিছু করবে।

রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, দেবাশীষনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন।

এএইচ/ডিজে

ksrm