এরিক এরশাদ চট্টগ্রামে এসে গান গেয়ে গেলেন

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্মীয় এক অনুষ্ঠানে যন্ত্রাংশ বাজিয়ে গান করলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ।

বর্ণাঢ্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঁশখালীর প্রাচীন ও ঐতিহ্যবাহী ২১ তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় এরিক এরশাদ যন্ত্রাংশ বাজিয়ে সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন তার মা বিদিশা সিদ্দিকও।

শুক্রবার (২৭ জানুয়াবি) বাঁশখালীর কোকদন্ডী ঋষিধামে শুরু হওয়া ওই মেলা ও ধর্মযজ্ঞ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ৩ বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন। এছাড়া রয়েছেন দেশ-বিদেশের বিপুলসংখ্যক সাধু-সন্ন্যাষী-বৈষ্ণব।

জানা গেছে, মেলায় গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন এরিক এরশাদ। এ সময় শ্রোতারা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

ওই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা বলেন, সম্মিলিত সম্প্রীতির বাংলাদেশ চাই আমরা। সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই। আমরা কে কোন ধর্মের সেটা বড় নয়, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই সবার বিপদে পাশে থাকব। সব ধর্মের মানুষ সবাই মিলেমিশে যেন শান্তিতে থাকতে পারি।

সিপি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm