কক্সবাজারে দিনব্যাপী ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কক্সবাজারে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত কক্সবাজারের সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা পরিষদ হলরুমে।

ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন বিএসপিএ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মানবজমিনের সিনিয়র সাংবাদিক সামন হোসেন।

দিনজুড়ে অনুষ্ঠিত তিনটি ভিন্নধর্মী সেশনে সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন অভিজ্ঞ ব্যক্তিত্বরা। ইলেকট্রনিক মিডিয়া ও মাল্টিমিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা নিয়ে দুটি সেশন নেন বিবিসি বাংলার সাংবাদিক ফয়সাল তিতুমীর। প্রিন্ট মিডিয়ার ক্রীড়া সাংবাদিকতার ওপর দ্বিতীয় সেশন পরিচালনা করেন দেশ রূপান্তরের সাংবাদিক সুদীপ্ত আহমেদ আনন্দ।

কর্মশালায় বিশেষ বক্তব্য রাখেন বিএসপিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামন হোসেন। পুরো অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন বিএসপিএ কক্সবাজারের আহ্বায়ক এম আর মাহবুব, আর সঞ্চালনা করেন সদস্য সচিব আহসান সুমন।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এএইচ/ডিজে

ksrm