s alam cement
আক্রান্ত
৫৫৯৮১
সুস্থ
৪৭৮৬৭
মৃত্যু
৬৫৭

কর্ণফুলীতে ডুবল নোঙর করা জাহাজ

0

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজের ধাক্কায় নোঙর করা ও টি এমআইসি হৃদয়-১ নামে একটি জাহাজ ডুবে গেছে।

সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী নদীর জুটরেলি ঘাটে এ ঘটনা ঘটে। তবে কোন নাবিককের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সদর ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

তিনি আরও জানান, ও টি এমআইসি হৃদয়-১ নামে জাহাজটি নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সন্ধ্যার দিকে একটি জাহাজ ধাক্কা দিলে এটি ডুবে যায়। এসময় পাশে থাকা একটি জাহাজের নাবিকদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত জাহাজের নাবিকরা রক্ষায় পায়। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে এবং উদ্ধার কাজ চলছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm