কর্ণফুলীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭ বসতঘর

চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) মিয়ারহাট খিলপাড়া এলাকার পারভীন কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারভীন কলোনির একটি ভাড়া বাসার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। বসতঘরগুলোর বেশিরভাগই টিন ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বসতঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা এখন দিশেহারা। লক্ষ্মীপুরের সালেহ আহমেদ, যিনি রাজমিস্ত্রির ঠিকাদার হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘আমি কিছুদিন আগে জমি কিনেছিলাম এবং বাড়ি করার জন্য ঘরে ১ লাখ ২০ হাজার টাকা রেখেছিলাম। আগুনে আসবাবপত্রের সঙ্গে সেই টাকাও পুড়ে গেছে। এখন কী করব বুঝতে পারছি না!’

তিন মাস আগে কলোনিতে ভাড়া নেওয়া বাঁশখালীর সিফাত বলেন, ‘ছেলেকে বিদেশ পাঠানোর জন্য গত সপ্তাহে কিস্তিতে ১ লাখ টাকা এনে রেখেছিলাম। সব পুড়ে ছাই হয়ে গেছে, আমার সব স্বপ্ন শেষ!’

একইভাবে বিদেশগামী করিম জানান, ‘আমি মেডিকেল পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঘরে রেখেছিলাম। সব কিছুই আগুনে পুড়ে গেছে।’

এ বিষয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং পুরো কলোনিটি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm