s alam cement
আক্রান্ত
৪৯৫৪৫
সুস্থ
৩৬১৮৬
মৃত্যু
৫০৮

কর্ণফুলীতে ১৩ হাজার লিটার তেলসহ বাল্কহেড কোস্টগার্ডের কব্জায়

0

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় অভিযান চালিয়ে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেলসহ একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড পূর্বজোন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর মোহনা সীবিচ এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ বাল্কহেড এফবি তানিশার মালিক হলেন- চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং এলাকার মো. হারুন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী নদীর মোহনা সীবিচ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৪ জন ক্রুসহ এফবি তানিশা নামের একটি বাল্কহেড আটক করা হয়। এ সময় বাল্কহেডে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেল ছিল। ক্রুরা তেলের উৎস, গন্তব্য বা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তেলসহ বাল্কহেডটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, বিশেষ অভিযানে জব্দ হওয়া তেল ও বাল্কহেড কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm