কাভার্ডভ্যানের চাপায় পাহাড়তলীর রাস্তায় ঝরলো দুই যুবকের প্রান

0

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে কাভার্ডভ্যানের চাপায় রাস্তাতেই প্রাণ যায় দুই যুবকের।

বুধবার (১৫ জুন) দুপুর দুইটায় পাহাড়তলী থানার সড়াইপাড়া কলকা সিএনজির পাম্পের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত একজন মোটরসাইকেলে চালক; অন্যজন আরোহী।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও তাদের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে ধারনা করা হয় বাইক চালকের নাম মো. আনোয়ার ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম চাম্বল জয়নগর এলাকার মো. কালুর ছেলে। তিনি পেশায় একজন পাঠাও চালক বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

নিহত অন্যজন হলেন সিরাজ উদ্দিন। তার ব্যাগে থাকা কাগজপত্র দেখা ধারনা করা হচ্ছে তিনি কোন সিএন্ডএফ এর কর্মকর্তা।

তবে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ধাওয়া দিয়ে আটক করতে পারলেও কৌশলে পালিয়ে যায় ড্রাইভার। আটককৃত কার্ভাডভ্যানটির নাম্বার হলো চট্টমেট্টো ট ১১-৮৪৬৫। এবং দুর্ঘটনার শিকার বাইকটি হলো রানার টার্বো মডেলের এবং নাম্বার হলো চট্টমেট্টো হ ২০-২৪৯৯।

Yakub Group

প্রত্যক্ষদর্শী পাঠাও চালক আবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন আনোয়ার এই রুটেই পাঠাও চালাত। খুব বেশি পরিচিতি না থাকলেও প্রায়ই দেখতাম। আজ সে একজনকে ভাড়া নিয়ে যাওয়ার সময় পাশে থাকা একটি কার্ভাডভ্যান তাকে সাইড থেকে চাপা দেয়। চাপ দেওয়ার সাথে সাথে রাস্তার মাঝখানে থাকা লোহারা গ্রীলের সাথে বাইকটা ধাক্কা খেয়ে ভ্যানের নিচে পড়ে যায়। তখন কাভার্ডভ্যান ড্রাইভার গাড়ি টান দিলে স্পটেই মারা যায় দুজন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল। এরপর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসে লাশ দুইটিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm