চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার হিমালয়া কোম্পানির অনুমোদনহীন ফেসওয়াশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব পণ্য মজুদ করার দায়ে গোডাউনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) নগরীর কোতোয়ালী থানার আমতল এলাকায় রয়েল টাওয়ার এর তৃতীয় তলায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, রয়েল টাওয়ারের একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার হিমালয়া কোম্পানির অনুমোদনহীন ফেসওয়াশ জব্দ করা হয়েছে। এই ফেসওয়াশগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিমালয়া কোম্পানির নাম এবং ঠিকানা বিসিক শিল্প অঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোতে ছিল না কোনো বিএসটিআইয়ের লোগো।
এসব অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।
অভিযানে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী এবং বিএসটিআইয়ের পরিদর্শক মাহফুজুর রহমান এবং জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
আইএমই/ডিজে