s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

ক্যামেরায় চোরের মুখ, বোয়ালখালী বুড়া মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

0

বোয়ালখালীতে ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের গ্রিল কেটে দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করার অভিযোগ মিলেছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানি হয় পরদিন রোববার।

মসজিদের সিসিটিভি ক্যামেরায় চোরের উপস্থিতি রেকর্ড হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, রাত ২টা ৪৫ মিনিটের সময় মসজিদের ভেতরে মাংকি টুপি পরিহিত এক ব্যক্তি ঘোরাফেরা করছেন। ওই ব্যক্তিকে একটি কাপড়ের থলেতে দানের টাকা ভরতে দেখা যায়।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে চোরের দল মসজিদের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দানবাক্সের তালা খুলে দানের টাকা নিয়ে যায়। ফজরের আজান দিতে আসলে মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ ইয়াকুব বিষয়টি জানান বলে জানিয়েছেন বুড়া মসজিদের মোতওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার ওসি আবদুল করিম জানান, মসজিদের টাকা চুরির ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm