খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোনের অভিযানে শর্টগানসহ ইউপিডিএফ মূল (প্রসিত) দলের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম দয়া প্রশণ ত্রিপুরা (৩৭)। তিনি তৈকর্মা এলাকার পঞ্চ কুমার ত্রিপুরার ছেলে।
রোববার (২৫ আগস্ট ) সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন সিন্দুকছড়ির দায়িত্বপূর্ণ তৈকর্মা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় ১টি দেশীয় শর্টগান, ২ রাউন্ড এ্যামোনিশন, ৩টি মোবাইল, ১টি মাটর সাইকেল, ১টি দা, ১টি টোল আদায়ের বই, ১টি ইউপিডিএফ (মূল) দলের ইউনিফর্মের টুপি উদ্ধার করা হয়।
পরে আটক দয়া প্রশণ ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, সন্ত্রাসী দয়া প্রশণ ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করে দ্রুত কারাগারে পাঠানো হবে।
ডিজে





