চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলা বিএনপির সভাপতি ও করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে বাচার পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী বিপ্লব দে পার্থ।
এ সময় উপস্থিত ছিলেন বাচা চেয়ারম্যানের ছোট ভাই ও বোয়ালখালী বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম ফখরুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ দপ্তর সম্পাদক নাফিজ শাহ, নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানের ছেলে আনিসুল ইসলাম, যুবদল নেতা মহিদুল ইসলাম জিকু ও ছাত্রদল নেতা রায়হান।
বাচা চেয়ারম্যান ২০১০ সালের ৮ নভেম্বর গুম হন। এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। গাজীপুর চৌরাস্তা থেকে সাদা পোশাকধারীরা প্রশাসনের লোক পরিচয়ে তুলে নিয়ে যান তাকে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ও করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে উপহার তুলে দেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী বিপ্লব দে পার্থ।