ঘুষ নিতে এসে দুদকের এএসআই ধরা চট্টগ্রামে

স্বর্ণ ব্যবসায়ী থেকে টাকা নিতে এসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এএসআই কামরুল পাঁচলাইশ থানা পুলিশের হাতে আটক হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

ওসি বলেন, সন্ধ্যায় কামরুলকে চকবাজার থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ নিতে কুমিল্লা থেকে এসেছিল দুদকের এএসআই কামরুল।

(বিস্তারিত আসছে)

Yakub Group

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!