নিজ কর্মস্থলের এক কর্মকর্তার ফাইল আটকে রেখে ঘুষ নেওয়ায় দুই আসামিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন চট্টগ্রামের একটি আদালত।
সোমবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।
চট্টগ্রাম দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা হলেন চট্টগ্রামের নন্দনকানন বিটিসিএল ফোনসের (অভ্যন্তরীণ) প্রধান সহকারী কাম-ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন ও একই বিভাগের টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির (অতিরিক্ত দায়িত্ব সহকারী)।
জানা যায়, ২০১৬ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালী থানার নন্দনকানন বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানির উপস্থিতিতে আসামিদের গ্রেপ্তার করে দুদক। ওইদিনই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়।
২০১৭ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। একই বছরের ২৪ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সর্বশেষ চলতি বছরের ১১ এপ্রিল তাদের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি হয়।
আদালত সূত্রে জানা যায়, আসামি গিয়াস উদ্দিনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং হুমায়ুন কবিরকে এক বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে হুমায়ুন কবিরের জরিমানার টাকা অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সাবেক উপপরিচালক মোশারফ হোসেন মৃধা।
এদিকে রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সেখানে গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানো করা হলেও হুমায়ুন কবির উচ্চ আদালতে আপীল করায় তাকে ১ মাসের জামিন মঞ্জুর করেন আদালত।
এমএ/ডিজে