চট্টগ্রাম নগরীর চকবাজারে মধ্যরাতের আগুনে পুড়লো এক মুদির দোকান। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চকবাজার কাঁচাবাজার সংলগ্ন ‘গ্রিন টি স্টোর’ নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মিশু সরকার জানান, রাত সাড়ে ১২টার দিকে আমি আমার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় বাজারের ভেতরে ধোঁয়া দেখতে পাই। পরে দেখি গ্রিন টি স্টোর নামে দোকানটিতে আগুন লেগেছে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও তখন দ্রুত ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানের স্বত্বাধিকারী আশীষ বৈদ্য জানান, আমি রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে যাই। সাড়ে ১২টার দিকে মার্কেটের দারোয়ান ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে। দ্বিতীয় তলায় মালামালের গুদাম ছিল। সেখানে তেল, গুঁড়া দুধ, ঘিসহ বিভিন্ন পণ্য মজুদ ছিল। দোকান ঘর ও মালামালসহ আমার ৪০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সব পুড়ে শেষ হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দোকানে ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১ কোটি টাকার মালামাল।
ডিজে


