চট্টগ্রামের জিইসিতে মিনিবাসে হঠাৎ আগুন, নিভলো একঘন্টার চেষ্টায়

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই দামপাড়া থেকে জিইসি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় ছাত্রলীগ কর্মীরা বাসে আগুন দেওয়ার স্থানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রামের জিইসিতে মিনিবাসে হঠাৎ আগুন, নিভলো একঘন্টার চেষ্টায় 1

সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টায় বাস কাউন্টারের বিপরীতে প্রাইম ব্যাংকের সামনে বাসে আগুন লাগার এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে কাজে নামে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের একটি ইউনিটের দুটি গাড়ি। প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, প্রথমে বৈদ্যুতিক তার থেকে আগুন লাগার কথা বলা হলেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বৈদ্যুতিক তার থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই।

ওই কর্মকর্তার ধারণা, কেউ ইচ্ছেকৃতভাবে আগুন দিয়েছে গাড়িটিতে।

Yakub Group

তবে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে সেটা বের করার চেষ্টা করছি। যদি কেউ ইচ্ছেকৃতভাবে আগুন দেন, তবে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

আরএম/বিএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!