চট্টগ্রাম নগরীর সাগরিকা পশু হাট ইজারাদারের কাছ থেকে ২ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকার বকেয়া ইজারা আদায় করেছেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। চেকের মাধ্যমে গতবছরের এই বকেয়া টাকা পরিশোধ করেন ইজারাদার। এছাড়া ধনিয়াপাড়া পশুর হাট থেকেও বকেয়া ৫০ লাখ টাকার ইজারা আদায় করা হয়।
মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে এই বকেয়া ইজারা আদায় করা হয়।
এছাড়া চট্টগ্রাম নগরীর কাট্টলী ও হালিশহর পশুর অবৈধ হাট বসানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে হালিশহর দক্ষিণ কাট্টলী, গলিচিপা পাড়া ও সাগরপাড় এালাকয় অবৈধভাবে কোরবানির পশুর হাট বসার অপরাধে ৪ ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বৈধ হাটে পশু বিক্রির নির্শেনা দেওয়া হয়।
মঙ্গলবার এ অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
মারুফা বেগম নেলী বলেন, ‘নগরীর দক্ষিণ কাট্টলী, গলিচিপা পাড়া ও সাগরপাড় এলাকায় অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অপরাধে ৪ ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরবর্তী তাদের পাশে বৈধ হাটে পশু বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই অভিযানে সাগরিকা পশুর হাট তদারকি করা হয়।’
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশ সহায়তা করেন।
বিএস/ডিজে