চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তামাকুমণ্ডির ব্যবসায়ীরা পাবেন বিশেষ ছাড়

0

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে তামাকুমণ্ডি লেন বণিক সমিতির।

এই চুক্তির ফলে সমিতির সদস্যরা পার্কভিউ হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও হাসপাতালের বিলের ওপর পাবেন বিশেষ ছাড়।

বৃহস্পতিবার (২ জুন)পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে সকাল ১১টায় এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, সামশুল হক সিকদার, সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক বজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হানিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ছাদেক হোসাইন।

পার্কভিউ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ডাইরেক্টর আজিজুল হক, মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহমেদ রহিম, ডাইরেক্টর (কমপ্লায়েন্স) ডা. সালাউদ্দিন এমএএইচ চৌধুরী, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন নায়িমুর রহমান, হেড অব মার্কেটিং জাহেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm