ঢাকার উত্তরা থেকে দিনদুপুরে চট্টগ্রামের ব্যবসায়ীর ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। উত্তরা ইস্টার্ন ব্যাংকের গরিবে নেওয়াজ শাখা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে টাকা তুলতে পাঠান ব্যবসায়ী দীপ্ত দাশ। টাকা তুলে ফেরার পথে দুই মোটরসাইকেল তাদের রিকশার গতিরোধ করে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা নেয়নি পুলিশ। তবে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর উত্তরা খালপাড় ইসলামী ব্যাংকের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ইস্টার্ন ব্যাংক উত্তরা গরিবে নেওয়াজ শাখা থেকে নেমে ব্যাগ হাতে দুই ব্যক্তি রিকশায় ওঠেন। রিকশা করে তারা উত্তরা খালপাড় ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলে করে দুই আরোহী তাদের পথরোধ করে। এ সময় তাদের হাতে থাকা ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী।
ছিনতাইয়ের শিকার রুবেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দুপুরে ব্যবসায়িক লেনদেনের জন্য ইস্টার্ন ব্যাংক উত্তরা গরিবের নেওয়াজ শাখা থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলাম। পথে উত্তরা খালপাড় ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেল আরোহী আমাদের পথরোধ করে। পরে আমাদের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পর বিষয়টি আমরা দ্রুত উত্তরা পশ্চিম থানাকে জানায়। এরপর পুলিশের এসআই শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা নিতে গড়িমসি করলেও পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাহীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ ও কিছু তথ্য সংগ্রহ করেছি। আগামীকাল আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামাদ ইলিয়াস বলেন, ইস্টার্ন ব্যাংক উত্তরা গরিবে নেওয়াজ শাখা থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন দুই ব্যক্তি। ছিনতাইয়ের শিকার দুইজন আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আদর/ডিজে