s alam cement
আক্রান্ত
৬৫০০৮
সুস্থ
৫০৭৯৯
মৃত্যু
৭৭১

চট্টগ্রামের সেনবাগ সমিতি অক্সিজেন সিলিন্ডার দিল উপজেলা প্রেস ক্লাবকে

0

নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীসহ অন্যান্য জটিল রোগাক্রান্তদের জরুরি প্রয়োজনে বিনামূল্যে দেওয়ার জন্য পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সেনবাগ উপজেলা সমিতি, চট্টগ্রাম।

শনিবার (১০ জুলাই) সেনবাগ প্রেস ক্লাব অক্সিজেন ব্যাংকে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়। যার মধ্যে দুটি সিলিন্ডারের প্রতিটি ২০ লিটারের। বাকি তিনটি ১০ লিটার ধারণক্ষমতার।

সমিতির সভাপতি এ কে এম শামসুজ্জামান রাসেল জানান, সেনবাগে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে সহায়তা এবার আরও জোরদার করা হল।

অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ও মোস্তফা হাকিম গ্রুপ।

সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন জানিয়েছেন, ধাপে ধাপে ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন সেবার সুযোগ অবারিত করা হবে।

যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মিলন জানান, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম (০১৭১২২৫০৮২৮) ও সাধারণ সম্পাদক এম এ আউয়াল(০১৭১২৬১৯৯৮৩) ছাড়াও ক্লাবের অন্য সদস্যদের সাথে যোগাযোগ করে উপজেলার যে কোনো গ্রামের মানুষ অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm