চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে খুনের চেষ্টা, মূল হোতা ধরা বাকলিয়া থেকে (ভিডিও)

0

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আনিছুর রহমান ইমনকে প্রকাশ্যে হত্যাচেষ্টার ঘটনার দুদিন পর ঘটনার মূল হোতা আসিফ হায়দারকে গ্রেপ্তার করা হল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুজনেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দুজনেই নিকটাত্মীয়।

জানা গেছে, গত শনিবার (২ এপ্রিল) পাথরঘাটায় বাড়ির কাছাকাছি একটি সড়কে দিনেদুপুরে ধারালো অস্ত্র দিয়ে আনিছুর রহমান ইমনকে হত্যার চেষ্টা করেন আসিফ হায়দার নিজেই। ঘটনার পর দিন আনিছুর রহমান ইমন বাদি হয়ে আসিফ হায়দারসহ তিনজনকে আসামি করে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।

এদিকে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আসিফ হায়দার আত্মগোপনে চলে যান। পরে তার সম্ভাব্য অবস্থান নির্ণয় করে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে বাকলিয়ার কাঠের পুল এলাকায় বোনের বাসা থেকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আসিফ হায়দারকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে সন্ধ্যায় তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় হন্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল কবির বলেন, আসিফ হায়দার প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন আনিছুর রহমান ইমনকে। যার ভিডিও ফুটেজও আমাদের হাতে এসেছে। ফলে আমরা তাকে গ্রেফতারের জন্য র‌্যাবসহ যৌথ অভিযান পরিচালনা করি।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm