চট্টগ্রামে আর্জেন্টা ইন্ডাস্ট্রিয়ালের মালিকের বাসা ঘেরাও করল শ্রমিকরা

চট্টগ্রামের কোতোয়ালী থানার এনায়েতবাজারের বাটালি রোড এলাকায় গার্মেন্টস মালিকের বাসার সামনে অবরোধ করেছেন শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শতাধিক শ্রমিক সেখানে অবরোধ করেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে অবরোধ করেন শ্রমিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

সরেজমিন গিয়ে দেখা গেছে, নগরীর পাঁচলাইশের শুলকহরের আর্জেন্টা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড নামে এক গার্মেন্টসের শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রেখেছে মালিকপক্ষ। বেতন দেওয়ার কথা বললেও মালিকপক্ষকে পাঁচবারের বেশি সময় দিয়েছেন শ্রমিকদের। তারপরও বেতন পরিশোধ না করায় মালিকের বাসার সামনে অবরোধ শুরু করেন তারা।

অবরোধকারীরা বলেন, টাকা পরিশোধ করবে বলে মালিকপক্ষ একাধিকবার সময় নিয়েছে। সর্বশেষ ১৭ সেপ্টম্বর বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু তবুও বেতন দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। প্রত্যেকের তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

এ বিষয়ে জানতে আর্জেন্টা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের মালিক মেজবাহ উদ্দিনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

Yakub Group

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পাঁচলাইশের একটি গার্মেন্টসের কর্মীরা বেতনের দাবিতে অবরোধ করছেন। আমরা তাদেরকে্ বোঝানোর চেষ্টা করছি। মালিকপক্ষের পারিবারিক বিরোধের কারণে গার্সেন্টসটি বন্ধ রয়েছে। আমরা মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারা কোনো সাড়া দিচ্ছেন না। আমরা এ বিষয়টি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমেএকে) জানিয়েছি।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm