চট্টগ্রামে ‘গুলি কর’ বলে দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলা, পালিয়ে প্রাণরক্ষা

দুই মাস আগে দেওয়া হয় হত্যার হুমকি

চট্টগ্রামে ‘গুলি কর, গুলি কর’ বলে দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা। এ সময় গুলি না করলেও চাপাতি দিয়ে তাদের গাড়ি কোপানো হয়। পরে গাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তারা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর ডবলমুরিংয়ের সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে চৌধুরী সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় গাড়িতে ছিলেন—চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন।

রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অফিস যাওয়ার পথে বিপরীত দিক থেকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে তাদের গাড়ির পথ আটকায়। এরপর চাপাতি দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে একজন হামলাকারী। অন্য সঙ্গীদের উদ্দেশে চিৎকার করে বলতে থাকে, ‘গুলি কর, গুলি কর’।

হামলাকারীদের তিনজনের মধ্যে দু’জন হেলমেট পরা এবং একজনের মুখ খোলা ছিল বলে তিনি জানান।

আসাদুজ্জামান জানান, গত অক্টোবর মাসে তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় তিনি বন্দর থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার এক মাস পরই এই হামলা হলো।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, আমাদের কর্মকর্তাদের ওপর দিনের বেলায় এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমরা আশা করি, রাষ্ট্র আমাদের যথাযথ নিরাপত্তা দেবে।

সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি, তবে কাস্টমস কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে, না করলে পুলিশ নিজ উদ্যোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

এএইচ/ডিজে

ksrm