চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু বেশি, আক্রান্ত চার হাজার পার

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ২৩ জন নারী মারা গেছে ডেঙ্গুতে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ জন। এ পর্যন্ত চলতি বছরে আক্রান্তের সংখ্যা চার হাজার পার হয়েছে।

ডেঙ্গুতে মৃত নারীর নাম ললুয়ারা মরিজান (৫৫)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ২৩ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৪ ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে এবং ছয় জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া চলতি বছরে ৪ হাজার তিন জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪২ জনের, এর মধ্যে চট্টগ্রাম জেলার ২৩ জন ও অন্যান্য জেলার ১৯ জন। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ২২৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া লোহাগাড়ায় ২২১ জন, রাউজানে ১৬৭ জন ও সাতকানিয়ায় ১৫৯ জন আক্রান্ত হয়েছে। অন্যান্য উপজেলার মধ্যে পটিয়ায় ৯৮ জন, চন্দনাইশে ৮৫ জন, বাঁশখালীতে ৮৪ জন, কর্ণফুলীতে ৬৬ জন, হাটহাজারী ৬২ জন, আনোয়ারা ৫৫ জন, বোয়ালখালী ৫২ জন, ফটিকছড়ি ৫১ জন, মিরসরাই ৪৪ জন, রাঙ্গুনিয়া ৪০ জন ও সন্দ্বীপে ১৮ জন ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে।

আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ২ হাজার ১৩৬ জন, নারী ১ হাজার ১৩৭ জন ও শিশু ৭৩০ জন।

মৃতদের মধ্যে পুরুষ ছিলেন ১৫ জন, নারী ২৩ জন এবং শিশু ৪ জন। এর মধ্যে নভেম্বর মাসে চলতি বছরে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm