চট্টগ্রামে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে একটি রেস্তোরাঁয় সাবেক কাউন্সিলর নারীনেত্রী আবিদা আজাদের মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে এই গোলটেবিল বৈঠক শুরু হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিনের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির পরিচালক নাজনীন সুলতানা, এমএএফ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোহম্মদ ইলিয়াস চৌধুরী, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন জুয়েল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জাছমা বেগম।
এছাড়া আলোচনায় আরও অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান, শিক্ষিকা লাকী দত্ত, অপর্ণা দাশ, নারী উদ্যোক্তা ফারহানা শওকত, কুমিরা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহেদা বেগম, বাঘখালী যুব মহিলা লীগ নেত্রী প্রিয়ামনি দাশ, ১০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী নিগার সুলতানা, শিপ্রা সেনগুপ্তা, মহিমা ফেরদৌস প্রমুখ।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, নারীকে রাজনৈতিকভাবে দক্ষ করতে, রাজনৈতিক দলের পক্ষ হতে নারী নেত্রীবৃন্দের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি করে নারীদের উন্নয়নে সম্পৃক্ত হয়ে সমস্যা সমাধানের জন্য ব্যাপক হারে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, রাজনীতিতে ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংকট উত্তরণে প্রতিনিধির ভূমিকা পালন করতে পারেন নারীরা। রাজনৈতিক অংশগ্রহনে নারীদের এগিয়ে আসতে হবে।
গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।