চট্টগ্রামে পাহাড়ের ছড়ার চোরাবালিতে যুবকের মৃত্যু

বোয়ালখালী জ্যৈষ্ঠপুরায় পাহাড়ে বেড়াতে গিয়ে ছড়ার চোরাবালিতে ডুবে রিদুয়ানুল ইসলাম রিজভী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের রিদুয়ান ইসলাম রিজভী ৫ বন্ধু মিলে শনিবার বিকালে বোয়ালখালী জ্যৈষ্ঠপুরার নান্দনিক পাহাড়ে বেড়াতে গিয়ে ছড়ার চোরাবালিতে তলিয়ে যান।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন।

রিদুয়ানুল ইসলাম রিজভী চট্টগ্রাম নগরীর একটি কারিগরি বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তিনি রাউজান নোয়াজিশপুরের নদিমপুর ৭ নং ওয়ার্ড এলাকার নুর আহম্মদ ফকিরের বাড়ীর দৌলত খান পুত্র।

Yakub Group

খবর পেয়ে রিদুয়ানুল ইসলাম রিজভীর বাবা-মা রাতেই বোয়ালখালীতে ছুটে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বোয়ালখালী থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার পর মরদেহটি পরিবার কাছে তুলে দেবে বলে জানা যায়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm