চট্টগ্রামের পাহাড়তলী থানার মাদক মামলায় দুই ভাইকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এর আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার সদর থানার ৬ নম্বর ওয়ার্ড বিজিবি ক্যাম্পের পাশে মৃত হাজী মোহাম্মদ ইসহাকের ছেলে মো. মোবারক হোসেন (৪২) ও তার ছোট ভাই মোহাম্মদ সালমান (৩০)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়াবা উদ্ধরের মামলায় দুই ভাইয়ের প্রত্যেককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে জামিনে গিয়ে দুই আসামি পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৭ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার একে খান বিদ্যুৎ অফিসের সামনে থেকে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করে র্যাব। এই সময় মোবারকের কাছ থেকে ৬০ হাজার পিস ও সালমানের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-৭ এর ডিএডি মো. জসিম উদ্দিন বাদি হয়ে নগরীর পাহাড়তলী থানায় একটি মাদক মামলা দায়ের করেন। পরদিন মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
২০১৮ সালের ৯ মে আদালতে অভিযোগপত্র দেন মামলা তদন্ত কর্মকর্তা। একই বছরের ২৫ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ।
আরএস/ডিজে