চট্টগ্রাম কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৫০ জন কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
সোমবার (১০ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ এম মুজিবুল হক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. অজয় কুমার দত্ত, গণিত বিভাগের সহকারী অধ্যাপক হাছানুল ইসলাম।
এ সময় কলেজ অধ্যক্ষ মুজিবুল হক বলেন, ‘করোনা মহামারীর এই সময়ে সাধারণ জনজীবন বিপর্যস্ত। এই সময়ে আমাদের সকলের উচিত একে অপরের পাশে দাড়ানো। কলেজ ছাত্রলীগ বরাবরের মত এই সংকটকালে কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর তাদের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘করোনা মহামারীর শুরু থেকে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয় আমাদের যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। করোনা মহামারীর শুরু থেকে আমরা সমাজের নানা পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে কলেজের দেড় শতাধিক কর্মচারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, অনিক চৌধুরী সোহেল, বিশ্বজিৎ শর্মা, জাহেদ হাসান সাইমন, আব্দুল্লাহ আল সাইমন, মিনারুল হক, অর্ণব দেব, জামশেদ উদ্দীন, ওয়াহিদুর রহমান সুজন, আব্দুল মালেক রুমি, মোস্তফা আমান, ইয়াছির আরফাত রিকু, আকবর খান, তৌহিদুল করিম ইমন, আবু তুরাব, গোবিন্দ দত্ত, মো. সায়েদ হোসেন রিফাত, বিশাল হাজারী প্রমুখ।

এমএফও
