চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, বাতিল ৪ ইউনিটের কমিটিও

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে মঙ্গলবার (২৬ সেপ্টমবট) গভীর রাতে হওয়া দক্ষিণ জেলার আওতাধীন চারটি ইউনিটের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ফয়সাল ইনানের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে ওই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

পরে আরেক বিজ্ঞপ্তিতে বাশখালী উপজেলা শাখা, বাশখালী পৌরসভা শাখা, সরকারি আলাওল কলেজ শাখা ও সাতকানিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। যথাযথ গঠনতান্ত্রিক নিয়ম না মেনে গঠিত হওয়ায় কমিটিসমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিলুপ্ত হওয়া এই চার শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে।

Yakub Group

এর আগে ২০১৭ সালের ১৫ অক্টোবর এস এম বোরহান উদ্দীনকে সভাপতি ও মো. আবু তাহেরকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

পরে ২০২০ সালের ৪ মার্চ ২৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!