চট্টগ্রাম নগরজুড়ে হবে ‘স্মার্ট ট্রাফিক সিস্টেম’, তদারকিতে ৪ কর্মকর্তা
স্থাপন করা হবে ‘স্মার্ট সিগন্যাল লাইট’
চট্টগ্রাম নগরজুড়ে দীর্ঘ যানজট যেন প্রতিদিনের চিত্র। মেয়াদহীন বাস-টেম্পো, ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য কারণে এ ভোগান্তি চরমে। এ কারণে প্রতিদিন মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। গুরুত্বপূর্ণ ট্রাফিক ব্যবস্থার অপ্রতুলতা, সিগন্যাল লাইট না থাকার কারণে কেউ মানেন না আইন। ফলে যে যেদিকে পারেন, গাড়ি চালিয়ে যান। আর এতেই তৈরি হয় যানজট। তবে এ সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট ট্রাফিক সিস্টেম ফর ডিফারেন্ট এরিয়াস অব চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ শীর্ষক নতুন একটি প্রকল্প নিয়ে প্রতিষ্ঠানটি। এজন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রস্তুত শুরু করা হয়েছে। স্মার্ট ট্রাফিক সিস্টেম বাস্তবায়নে চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই প্রকল্পে রয়েছে ছয়টি ক্ষেত্র—পুরো নগরজুড়ে আধুনিক স্মার্ট সিগন্যাল লাইট স্থাপন, গুরুত্বপূর্ণ মোড়ে ফিজিবিলিটি স্টাডি ও ডিজাইন কাজ, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ উন্নয়ন, স্মার্ট ট্রাফিক সিস্টেম বাস্তবায়ন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিনের স্বাক্ষরিত আদেশে ডিপিপি তৈরির জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মেয়র বরাবর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য নিতে পারবে।
নবগঠিত চার সদস্যের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব। সদস্যসচিব হিসেবে থাকছেন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন। অপর দুই সদস্য হলেন—নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ফখরুল ইসলাম।
কমিটির সামনে ছয়টি মূল দায়িত্ব নির্ধারণ করা হয়েছে— সড়ক ও মোড়–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, বাস্তবায়ন নীতিমালা প্রণয়নে সুপারিশ, স্মার্ট সিস্টেম উন্নয়নে কারিগরি পরামর্শ, খসড়া ডিপিপি প্রস্তুত, প্রকল্পের অন্যান্য কারিগরি কার্যক্রম সম্পাদন।
কমিটির সদস্যসচিব শাফকাত বিন আমিন জানান, আগে একটি কনসালটেন্ট ফার্মকে দায়িত্ব দেওয়ার হলেও ৫ আগস্টের পর প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এখন নতুন করে ফার্মটির সঙ্গে কথা চলছে। পাইলট ভিত্তিতে কয়েকটি মোড়ে ফিজিবিলিটি স্টাডি এবং ডিজাইন কাজ খুব শিগগিরই শুরু হবে।
সড়ক নিরাপত্তা ও যানজট—দুই সমস্যার সমাধানের বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান জানান, এই প্রকল্পে দুটি বিষয় সমাধান হবে—সড়কের নিরাপত্তা ও যানজট। উভয় সমস্যা নিরসনেই আমরা স্মার্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছি।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানা গেছে, যানজট কমাতে হলে নগরে আধুনিক সিগন্যাল লাইটের বিকল্প নেই। পুরো চট্টগ্রামকে স্মার্ট সিগন্যাল লাইটের আওতায় আনা হবে। এই সিস্টেম কার্যকর রাখতে ট্রাফিক বিভাগকে সার্বিক তদারকির দায়িত্ব নিতে হবে।
এএইচ/ডিজে


