না ফেরার দেশে চলে গেলেন দেশের খ্যাতিমান কীটতত্ত্ববিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. বদরুল আমিন ভূঁইয়া। তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ফেলো এবং আজীবন সদস্য ছিলেন।
সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ১টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রফেসর ড.বদরুল আমিন ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র ছিলেন। এ প্রখ্যাত কীটতত্ত্ববিদের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ প্রানিবিজ্ঞান সমিতি।
সংগনটির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লোকমান হোসেন ড. ভূঁইয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রানিবিজ্ঞান সমিতির পক্ষ থেকে শোক জানান।
বিএস/এমএফও