চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাছির—নওফেল গ্রুপের সংঘর্ষ, আহত ১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের ১২ দিনের মাথায় আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি হলো ‌‘বিজয়’ ও ‘সিক্সটি নাইন’।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে প্রায় ১৯ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে।

বিজয় গ্রপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। অন্যদিকে সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা শাহ জালাল হলের সামনে অবস্থান নেয় ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। এদের দু’পক্ষকেই ইটপাটকেল ছুঁড়তে দেখা গেছে। তাদের অনেকের হাতে রামদা ছিল।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

আরএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!