চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক মহিলা দালালকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের নিচ তলা ন্যায্যমূল্যের ওষুধ দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক দালালের নাম সমতাজ বেগম (৫০)। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার এলাকার মুন্নি কমিশনারের বাসার পাশে শাহজানের ভাড়াটিয়া।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘পুলিশ জানতে পারি সমতাজ বেগম মেডিকেলে আসা রোগীদেরকে কমিশন প্রাপ্ত ল্যাবে নিয়ে যেত। ওষুধের দোকানে নিয়ে গিয়ে বাড়তি দামে ওষুধ কিনতে বাধ্য করত রোগীদের। বিনিময়ে দোকানে থেকে বড় অংকের কমিশন পেত।’
আটক সমতাজের বিরুদ্ধ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলো জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
আরএ/এমএহক