চট্টগ্রাম রেলের প্রথম নারী পয়েন্টসম্যান সাহিলা তাজিন

রেলওয়েতে পয়েন্টসম্যানরা রেললাইন থেকে মাত্র দুই ফুট দূরত্বে দাঁড়িয়ে কাজ করেন। তারা চলন্ত ট্রেনে ‘লাইন ক্লিয়ার’ বার্তা বা লুক স্টিকের মাধ্যমে পরবর্তী স্টেশনের বার্তা পৌঁছে দেন চালকদের। ঝুঁকিপূর্ণ এ কাজে একটু এদিক-সেদিক হলেই নিশ্চিত মৃত্যু। এমন ঝুঁকিপূর্ণ কাজে এবার এক নারীকে নিয়োগ দিয়েছে রেলওয়ে।

‘কাজ নেই, মজুরি নেই’ প্রকল্পে অস্থায়ী পয়েন্টসম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সাহিলা তাজিন নামের ওই নারীকে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম রেল স্টেশনে সাহিলা তাজিন দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার জাফর আলম।

জানা গেছে, পাহাড়তলীর বিভাগীয় পরিবহন দপ্তর থেকে গত ৫ ডিসেম্বর ২৪ জন অস্থায়ী পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া হয়। এরমধ্যে সাহিলা তাজিন একজন।

ওই অফিস আদেশে ২৪ অস্থায়ী পয়েন্টসম্যানের মধ্যে ৭ জন চট্টগ্রামে, সিজিপিওয়াইয়ে ২ জন, সিজিডিতে ৩ জন, নিউমুরিংয়ে ২ জন, পটিয়ায় ২ জন, গোমদণ্ডীতে ১ জনকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া চট্টগ্রামের বাইরে কক্সবাজারের জানআলীহাটে ২ জন, কুমিল্লার গঙ্গাসাগরে ৩ জন এবং রাজাপুর ও মন্দবাগে ১ জন করে পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া হয়।

অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (পূর্ব) জাকির হোসেন বলেন, রেলের চট্টগ্রাম বিভাগে তিনিই (সাহিলা তাজিন) প্রথম নারী পয়েন্টসম্যান।

Yakub Group

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!