চবির চলন্ত শাটলের ছাদ থেকে পড়ে গেল দুই শিশু, রক্তাক্ত একজন

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে নিচে পড়ে গেছে দুই শিশু। এতে একজন কপাল ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় স্টেশন পৌঁছালে এই ঘটনা ঘটে। পরবর্তীতে শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

আহত ওই শিশুর নাম মো. ফয়সাল (৯)। তার বাসা ষোলশহর। সে ক্যাম্পাসে পত্রিকা বিক্রির কাজ করে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক টিপু সুলতান বলেন, ‘শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত এক শিশুকে আমরা চিকিৎসা দিয়েছি। শিশুটির কপালে একটি এবং পায়ে দুটো সেলাই লেগেছে। আমরা চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি।’

উদ্ধারকারী শিক্ষার্থী ফোরকানুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চোখের সামনেই দুজন ছাদ থেকে পড়ে যায়। এ সময় একজন মারাত্মক আঘাত পেয়েছে।’

ফোরকানুল বলেন, ‘আমরা তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যাই। সেখানে চিকিৎসা দিয়ে আবার তার বন্ধুদের সাথে ট্রেনে তুলে দিয়েছি।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm