চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সারাদেশে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে সারাদেশে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করায় ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের কারণে অফিসে কাজ করা অনেকটা সম্ভব না। তাই আমরা লকডাউনের পর নতুন করে তারিখ ঘোষণা করবো। আমাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে।
এর আগে ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ার কথা ছিল। এবার প্রতিটি ইউনিটেই আবেদনের ন্যূনতম জিপিএ অন্তত শূন্য দশমিক ৫০ বাড়ানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (এমসিকিউ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে।
এছাড়া এবার অনিয়মিত ও মানোন্নয়ন দেওয়া শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ থাকছে না। শুধুমাত্র যারা ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষার আট দিনব্যাপী সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুদিন করে সময় রাখা হয়েছে।
একটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দুদিন। সময়সূচি অনুযায়ী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমআইটি/সিপি
