চান্দগাঁওয়ে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দেয়াল ধস, আহত ৮

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় দুটি বাসার দেয়াল ধসে ৮ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে চান্দগাঁও থানার বলিরহাটে মকবুল হাজীর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মামুনা আক্তার (৬০), ডলি আক্তার (৩৫), জোছনা আক্তার (১৮), মহিম (১০), নূরনাহার খাতুন (৫০), রীনা আক্তার (১৬), হৃদয় (১৭) ও লাবণী (১০)।

তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নং বার্ন ওয়ার্ডের স্টাফ নার্স জনি জানান, আহতদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। আহতদের দুজনের অবস্থা আশংকাজনক।

এদিকে ঘটনাটির বর্ননা দিয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘বলিরহাটের মকবুল হাজীর বাড়ি এলাকায় একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এতে ওই ঘর ও পাশের আরেকটি ঘরের মোট দুটি দেয়াল ধসে গেছে। এতে ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷’

Yakub Group

তিনি আরো বলেন ‘ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে ওই ঘরপর সেপটিক ট্যাংকে অতিরিক্ত গ্যাস জমেছিলো।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm